রনি এমনই: হৃদি হক
রনি এখন দেশে নাই
সাতদিন আগে আমি ছবির final preview করে গান আর promotional footage নিয়ে চলে এসেছি।
রনি DPX DCP copyর জন্য wait করছে।
ভীষণ আদর মেখে সবাই যখন
১৯৭১ সেই সব দিন সিনেমার প্রথম গান গ্রহণ করছে,
অকুন্ঠ ভালোবাসায়
যখন সবাই আমাদের জড়িয়ে ধরছে আর জানতে চাইছে
গানটা কে গেয়েছে…কে গেয়েছে?
তখন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি রনি দুহাতে আটটা hard disk নিয়ে কোন রকমে দুই আঙুলে cell phoneটা পকেট থেকে
বের করে Uber call করছে ,
কারন যত দ্রুত সম্ভব hotel এ ফিরে
ও আবার কাজে বসতে চাচ্ছে।
রনি এমনই
সংখ্যায় আমার চাইতে বেশি television নাটকের নির্মাতা
হওয়ার পরও ও নির্দ্বিধায় আমার সহযোগী পরিচালক।
(অনেকেই সমবয়সী মেয়ে ডিরেক্টারের সহযোগী হওয়ার ভার নিতে গিয়ে ego র কারনে চারবার চিৎপটাং হতো)
কিন্তু রনি এমনই
তাই ছায়ানট,বাফার অঙ্গন পেরিয়ে,
গুরু মিথুন দের প্রিয়ভাজন ছাত্র হয়ে,
মঞ্চে দর্শক সমালোচক প্রশংশিত ১২ নাটকের
মিউজিক ডিরেক্টরের দায়িত্ব সামলে,
প্রাগৈতিহাসিকে বাউল, লালনে লালন, লেটো কাহনে নজরুল চরিত্রে খালি গলায় গান গেয়ে মন্চে performance এর পরও music এ ওর কি দুর্দান্ত দখল
সেকথা বলতে ওর সীমাহীন কুন্ঠা।
১৯৭১ সেই সব দিন চলচ্চিত্রের
One of the producer, executive producer, editor
এবার মনে হয় আর পালাতে পারবা না সবার কাছ থেকে।
তোমার গাওয়া গানেই সবাই বলবে তোমাকে
যাচ্ছ কোথায় কিছু না বলে
মন লুকিয়ে আর কি চলে……