Seven Days Bangla

ঢাকা রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

আত্মনির্ভরশীল নারীর জন্য কি তার নিজের পরিচয় যথেষ্ট না ?

আত্মনির্ভরশীল নারীর জন্য কি তার নিজের পরিচয় যথেষ্ট না ?
সাংবাদিক রুনা আনসারী

সাংবাদিক রুনা আনসারী। দীপ্ত টেলিভিশনের চট্টগ্রাম বিভাগীয় প্রধান। সুনামের সাথে সাংবাদিকতা করছেন দীর্ঘদিন। সংবাদকর্মীদের অধিকার আদায় এবং তাদের বিপদ আপদে পাশে থাকেন সবসময়। নিজ যোগ্যতায় চট্টগ্রামের প্রতিষ্ঠিত নারী সাংবাদিক হিসেবে তিনি সবার কাছে পরিচিত। করোনা পরিস্থিতির সময় ছিলেন মাঠে ময়দানে, ছিলেন করোনা আক্রান্ত সংবাদকর্মীদের পাশে।  নিজের কিছু কথা সামাজিক যোগাযোমাধ্যমে শেয়ার করেছেন তিনি। যেখানে সমাজের আরো হাজারো নারীর কথা ফুটে উঠেছে।

“আচ্ছা একজন আত্মনির্ভরশীল নারীর জন্য কি তার নিজের পরিচয় যথেষ্ট না ?

যে কেউ পরিচয় পর্বের শুরুতেই জানতে চায় ভাই কি করে বা আপনার হাসবেন্ড কি করে ?

একজন নারী তার আত্মনির্ভরশীলতা নিয়ে কি সমাজে একার পরিচয় দিয়ে চলতে পারেনা ?

সব নারীরই কি স্বামীর পরিচয়ে পরিচিত হতে হবে?

সকল নারীরই স্বামী থাকবে এমন তো না।

একজন নারী একা থাকাটা কি অপরাধ ??

একই ছাদের নিচে থাকা স্বামী স্ত্রী'র মধ্যে শতকরা কতজন মানসিকভাবে শান্তি ও সুখে আছে কারো কি তার সঠিক সংখ্যা জানা আছে?

জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার চেয়ে স্বস্তির নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকা কি খুবই অপরাধ??

এটি সম্পুর্ন আমার নিজের ভাবনা.....