Seven Days Bangla

ঢাকা রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

আহসানুল কবীর পলাশের কবিতা

আহসানুল কবীর পলাশের কবিতা

#সীমারেখা

যেখানে দাঁড়িয়ে মুখোমুখি দুজনায় প্রথম

এই সে পত্র পল্লবিত ছায়া নিবিড় বৃক্ষের মূলে

হারাবো বলে তোমাকে খুঁজি বারবার আবার

কতবার যে হারিয়েছি তোমাতেই নিজেকে ভুলে।।

কি উচ্ছলতা আর বাঁধভাঙা হাসি নিয়ে মুখে

কষ্টের বিষ যে তুমি নিতে নিয়ত শুষে

আজ চারিপাশে আঁধারের অসীম বেড়ায়

নীল হলো মন ও দেহ তোমারই ছোঁড়া তীরের বিষে।।

কতখানি দহন আর কতটুকু ভাঙলে হয় পরিত্যক্ত

জানা নেই ঠিক এ খেলার অসীম সীমারেখা

আরো একবার আসো যদি ফিরে তব

হবে বৃক্ষকে স্বাক্ষী রেখে অসম প্রেম শেখা!!

... আহসানুল কবীর _০৯.১০.২০২৩