কানাডার প্রধানমন্ত্রীর বউ তালাক
জাস্টিন ট্রুডো, কানাডার প্রধানমন্ত্রী। যেমন লম্বা তেমন সুদর্শন। এসময়ের মেয়েদের ক্রাশ এই প্রধানমন্ত্রী। কিন্তু স্ত্রী সোফির সাথে তার সুখের সংসারের কারণে কাছে ঘেঁষতে পারেনি কেউ। তাদের ১৮ বছরের সংসার, আছে তিনটি সন্তানও।
এবার কি না সেই সংসারে বিচ্ছেদের সুর?। বুধবার (২ আগস্ট) এক বিবৃতিতে প্রধানমন্ত্রী ট্রুডোর কার্যালয় এই তথ্য জানিয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো ও তার স্ত্রী সোফি আলাদা হতে যাচ্ছেন। তারা আইনি চুক্তিও সই করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ট্রুডো ও সোফি আলাদা থাকার এই সিদ্ধান্ত সব ধরনের নৈতিক ও আইনি পথ মেনেই নিয়েছেন। সামনে বিচ্ছেদের ক্ষেত্রেও সব পদক্ষেপ আইন ও নৈতিকতা মেনেই নেবেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বিচ্ছেদের পরও তারা পরিবারের মতোই থাকবেন। ট্রুডো ও সোফি তাদের সন্তানদের নিরাপদ, ভালোবাসা ও সহযোগিতাপূর্ণ পরিবেশে বড় করে তুলবেন। এছাড়া যেকোনো ছুটির দিনে তারা একত্রিত হবেন।
২০০৫ সালে বিয়ে হয় ট্রুডো ও সোফির।