Seven Days Bangla

ঢাকা রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

মেট্রোরেলের ১ম ভিক্ষুক, টিকিট কেটে ভিক্ষা শুরু (ভিডিও)

মেট্রোরেলের ১ম ভিক্ষুক, টিকিট কেটে ভিক্ষা শুরু (ভিডিও)

ঢাকা মেট্রোরেলের ভেতরে এবার শুরু হয়েছে ভিক্ষা করাও!। এখনও পূর্ণাঙ্গভাবে চালু না হওয়া এই গণপরিবহনে নানা উদ্ভট কর্মকান্ড শুরু হয়ে গেছে।

সম্প্রতি মেট্রোরেলের নিয়মিত কয়েকজন যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তুলে ধরেছেন অনিয়মের এসব চিত্র।

রবিবার সাজ্জাদুল ইসলাম সিফাত নামে এক ফেসবুক ব্যবহারকারী তার প্রোফাইলে মেট্রোরেলে ভিক্ষা করার ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে লেখা ছিল ‘মেট্রোরেলের প্রথম ভিক্ষুক!’

ভিডিওর বিষয়ে সিফাতের সঙ্গে যোগাযোগ করলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আনুমানিক বিকাল পৌনে ৪টায় আমি মিরপুরের পল্লবী স্টেশন থেকে মেট্রোরেলে উঠি। এ সময় আমার বগিতে একজনকে ভিক্ষা করতে দেখি। তিনি বিভিন্ন জনের কাছে গিয়ে ভিক্ষা চাইছিলেন। এতে অনেক যাত্রী বিব্রতবোধ করছিলেন, অনেকে আবার এটা নিয়ে হাসাহাসিও করেন। লোকটি টিকিট কেটেই ট্রেনে উঠেছিলেন। সবশেষ উত্তরা উত্তর স্টেশনে নেমে আমি একজন আনসার সদস্যকে বিষয়টি অবগত করি। তিনি ওই ভিক্ষুককে আটক করেন। পরে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা বলতে পারি না।’

এসব বিষয়ে জানতে চাইলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) ও পরিচালক (প্রশাসন) (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘মেট্রোরেলে ভিক্ষাবৃত্তি নিষেধ। কিন্তু সবাই তো টিকিট কেটেই ভেতরে প্রবেশ করে, তারপর যদি মেট্রো ট্রেনে গিয়ে ভিক্ষা করে সেক্ষেত্রে স্টেশনে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে জানালে সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নেবেন। মেট্রোরেলের প্রত্যেকটা বগিতেই সিসি ক্যামেরা লাগানো আছে, কেউ বিধি ভঙ্গ করলে শনাক্ত করা যাবে।’

ভিডিও লিঙ্ক

https://www.facebook.com/reel/613252820874165