হিরো আলমকে হত্যার হুমকি
এবার জীবন নিয়ে শঙ্কায় পড়ে গেলেন হিরো আলম। তিন তিন বার কল করে খুন করে শেষ করার হুমকি দেয়া হয়েছে বলে দাবি হিরো আলমের।
প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
সোমবার রাতে রাজধানীর হাতিরঝিল থানায় তিনি জিডি করেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, 'কেউ হিরো আলমকে ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছে। তাই তিনি থানায় জিডি করতে এসেছেন।'
থানার সামনে সাংবাদিকদের হিরো আলম জানান, তাকে ৩ বার ফোন করে হুমকি দেওয়া হয়েছে। ফোনে তার কাছে জানতে চাওয়া হয়েছে যে, কেন তিনি ফোন করা ব্যক্তির ভাইয়ের বিরুদ্ধে ডিবির কাছে অভিযোগ করেছেন। ৭ দিনের মধ্যে তাকে 'শিক্ষা দেবে' বলেও ফোনে উল্লেখ করা হয় বলে তিনি জানান।
১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের দিন স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলা চালানো হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।