Seven Days Bangla

ঢাকা রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

একই দিন বিএনপির মহাসমাবেশ

২৭ জুলাই: ঢাকায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের সমাবেশ

২৭ জুলাই: ঢাকায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের সমাবেশ

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ-পশ্চিম গেটে আগামী বৃহস্পতিবার (২৭ জুলাই) ‘তারুণ্যের জয়যাত্রার সমাবেশ’ ডেকেছিল আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। তবে এই কর্মসূচির নাম পরিবর্তন করা হয়েছে। শুধু তাই নয়, এই কর্মসূচিতে যোগ দেবে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম আরও দুই সংগঠন।

সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর বিএনপি হামলা করছে দাবি করে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ আয়োজনে ‘শান্তি সমাবেশ’ ডাকা হয়েছে। সোমবার (২৪ জুলাই) এ নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিন সংগঠন। এতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে নেতাকর্মীরা জড়ো হবেন, ১টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিকাল ৩টা থেকে সমাবেশ শুরু হবে।

গত ২২ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘তারুণ্যের সমাবেশ’ থেকে ২৭ জুলাই ঢাকায় ‘মহাসমাবেশ’ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। অন্যদিকে আজ সোমবার বায়তুল মোকাররমের দক্ষিণ-পশ্চিম গেটে ‘তারুণ্যের জয়যাত্রার সমাবেশ’ করার ঘোষণা দিয়েছিল যুবলীগ। তবে সেই সিদ্ধান্ত রবিবারই পরিবর্তন করে সংগঠনটি। তারা জানায়, বৃহস্পতিবার এ কর্মসূচি পালন করবে যুবলীগ, যেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি থাকবেন।

সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক অফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ছিলেন।