চোরের চালাকি, কয়েকশো গবাদিপশু চুরি
গ্রামের কয়েকটি খামার খালি হয়ে গেছে চোরের উৎপাতে। শুধু গরুর পায়ের চিহ্নই পাওয়া যায়, অনেক খুঁজেও চোরের কোনো খবর নেই। একবার এক খামরির একটা গরু চুরি হয়েছে, চোর যাওয়ার রাস্তায় পাওয়া যায় দুই গরুর পায়ের চিহ্ন। তারপর সেই পায়ের ছাপ অনুসরণ করেও কিছুই পাওয়া যায় না।
অনেকবার এমন ঘটনার পর খামারিরা দলবেঁধে খোঁজা শুরু করলেন। পায়ের ছাপ অনুসরন করতে করতে এক বাড়িতে যেয়ে থামলো। বেরিয়ে এলেন একজন। তার পরনে যে জুতা ছিলো তার নীচের গরুর খুরের মতো দেখতে। হাঁটলে মনে হবে একটি গরু হাঁটছে। চোর চালাকি করেই এমন জুতো বানিয়েছে। তাকে ধরে পুলিশে দিলেন খামারিরা। এই ঘটনা ১৯২০ সালে আমেরিকার উত্তর নেভাদা এলাকার। বুদ্ধিমান চোর ক্রেজি টেক্স হ্যাজলউড দোষ স্বীকার করায় বেশ কয়েকবছর জেল খেটেছে। তার জুতাজোড়া বর্তমানে আমেরিকার নেভাডা অঙ্গরাজ্যের নর্থইস্টার্ন নেভাডা মিউজিয়ামে রয়েছে।