Seven Days Bangla

ঢাকা রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

সোনার হরীণের জন্য রক্ত হয় ঘাম

আহা! চাকুরী!

আহা! চাকুরী!

ভালো চাকরী মানে আপনার সব ভালো। আপনার টাকা আছে তো সব আছে। পড়াশুনা করে একটা যুদ্ধ প্রস্তুতি চলে।

এই যুদ্ধ চলে বছরের পর বছর। যারা জয়ী হন তারাতো বীর!। বেড়ে যায় সম্মান। অথচ যোগ্যতা থাকার পরও হতাশায় ডুবে যান লাখো তরুণ। 

এই যৌবনেই আসে ভালোবাসা। ভালোবাসার মানুষটাকে ভালো রাখতেও দরকার উপার্জন।

রিফাত নামের এক যুবকের পিঠে লেখা এই ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিষয়টি হাসির খোরাক যোগালেও অনেকের জীবনেই বাস্তব এটি।