Seven Days Bangla

ঢাকা রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

বিমান ভাড়া বাড়ায় বিপাকে রপ্তানিকারকরা

চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে ৫৯ রকমের সবজি

চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে ৫৯ রকমের সবজি

বিদেশের বাজারে কদর বাড়ছে চট্টগ্রামে উৎপাদিত সবজির। বাণিজ্যিক রাজধানী থেকে ৫৯ পদের বিষমুক্ত সবজি সরাসরি রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে। রপ্তানিকারকরা বলছেন, যেভাবে চাহিদা বেড়েছে সেভাবেই রপ্তানি হচ্ছে না।  কেননা, বিমান ভাড়া বেড়ে যাওয়াসহ নানা জটিলতায় মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকে। 

চট্টগ্রামে হরেক রকম সবজিতে ভরপুর কৃষকের মাঠ। ভালো দাম পাওয়ার পাশাপাশি বিদেশে কদর বাড়ায় প্রতিবছরই বাড়ছে সবজি আবাদ।  সুইডেন, মালয়েশিয়া, কানাডাসহ ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে সবজি রপ্তানি হয়।  চট্টগ্রামের সবজির আলাদা চাহিদাও রয়েছে বিদেশের বাজারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চট্টগ্রাম থেকে রপ্তানি হয় ৫৯ রকমের সবজি।  

রপ্তানিকারকরা বলছেন, দিন যতই যাচ্ছে, চট্টগ্রামে উৎপাদিত সবজির চাহিদাও বাড়ছে। কিন্তু বিমান ভাড়া বেড়ে যাওয়াসহ গতি আসছে না রপ্তানি কার্যক্রমে।

যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে, শুধু আকাশ পথ নয় সমুদ্র পথেও জাহাজে সবজি যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। ইউরোপ আমেরিকার বাজারেও বেড়েছে রপ্তানি।

জমি যেন পতিত না থাকে সেদিকে নজর দেয়ার কথা বলেছেন সংশ্লিষ্টরা। এমনকি শুধু মৌসুমে নয় ,সারা বছরই সবজি ফলন বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ দেয়ার পরামর্শও তাদের।