Seven Days Bangla

ঢাকা রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

প্রযুক্তিদক্ষ সৃজনশীল বাংলাদেশ গড়তে

যাত্রা শুরু করলো উইট ইনস্টিটিউট

যাত্রা শুরু করলো উইট ইনস্টিটিউট

দেশের উদ্যমী জনশক্তিকে পেশাগতভাবে দক্ষ করে তুলতে যাত্রা শুরু করল প্রফেশনাল ট্রেনিং প্রতিষ্ঠান উইট ইনস্টিটিউট। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের বর্নাঢ্য উদ্ভোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ‘চাকরি খুঁজব না চাকরি দেব’-এর কারিগর এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সহ-প্রতিষ্ঠাতা মুনির হাসান। বিশেষ অতিথি ছিলেন জেসিআই বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্ট হেড কাজী হাসান রবিন।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উইট ইনস্টিটিউটের সিইও নাজিব রাফে। প্রধান অতিথির বক্তব্যে মুনির হাসান বলেন, ‘উইট ইনস্টিটিউট সময়ের সেরা প্রশিক্ষণ কেন্দ্র হতে যাচ্ছে। আইটিতে দক্ষ মানুষ গড়তে প্রতিষ্ঠানটি দারুণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।’

আলতামিশ নাবিল বলেন, ‘যে যত বেশি দক্ষ, কর্মক্ষেত্রে সে তত বেশি সফল। স্বপ্নবাজ মানুষদের ক্যারিয়ারকে সামনে এগিয়ে নিতে উইট ইনস্টিটিউট উল্লেখ্যযোগ্য অবদান রাখুক, এটাই প্রত্যাশা।’

সভাপতির বক্ত্যবে উইট ইনস্টিটিউটের সিইও নাজিব রাফে বলেন, ‘প্রশিক্ষক হিসেবে দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতার আলোকে আমি উইট ইনস্টিটিউটের কোর্সগুলো সাজিয়েছি। দেশে দক্ষ জনশক্তি গড়তে, উদ্যামীদের প্রযুক্তিতে ক্যারিয়ার গড়ে দেওয়াই আমাদের লক্ষ্য। আমাদের স্বপ্ন একটি ‘প্রযুক্তিদক্ষ সৃজনশীল বাংলাদেশ।’

 

তিনি আরো জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেক্টরে দেশের তরুণ সমাজকে আরও বেশি দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি, উদ্যোক্তা বা স্টার্টআপ তৈরি করাও উইট ইনস্টিটিউটের অন্যতম লক্ষ্য।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন স্বনামধন্য কোম্পানির সিইও, প্রতিষ্ঠাতা ও উইট ইনস্টিটিউটের শুভাকাঙ্খীরা। এখন থেকে যে কেউ চাইলে প্রশিক্ষণ কেন্দ্রটির সেবা গ্রহণ করতে পারেন।