হামাসের ভয়ে বাঙ্কারে নেতানিয়াহু ও ব্লিংকেন
ইসরায়েলি সেনাবাহিনী ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধের মধ্যেই সোমবার তেল আবিবে বৈঠক করছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকের এক পর্যায়ে হঠাৎ বেজে ওঠে বিমান হামলার সাইরেন। তখন ব্লিংকেন ও নেতানিয়াহু প্রাণভয়ে বাঙ্কারে আশ্রয় নেন। বাঙ্কারে থাকা অবস্থায় তারা কিছুক্ষণ অপেক্ষা করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবার বৈঠকে ফিরে যান। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, অ্যান্টনি ব্লিংকেন ও বেনিয়ামিন নেতানিয়াহু পাঁচ মিনিটের জন্য বাঙ্কারে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। তখন তিনি নেতানিয়াহু এবং যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করছিলেন। আগামীকাল বুধবার ইসরায়েল ঐ যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।