Seven Days Bangla

ঢাকা রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

মেজাজ হারান লিটন দাস

সাংবাদিকদের দেখে ক্ষেপে যান লিটন, ডাক দেন দারোয়ানদের

সাংবাদিকদের দেখে ক্ষেপে যান লিটন, ডাক দেন দারোয়ানদের

প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে করেন মাত্র ১৩ রান। পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ৭৬ রানের ঝলমলে ইনিংস। কিন্তু পরের ম্যাচেই যেন আবার ছন্দপতন । নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম বলেই ফ্লিক করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ তুলে দিয়ে আউট হন শূন্য রানে। প্রতিপক্ষের বোলারদের সামনে টিকতে না পেরে মন–মেজাজ হয়তো তিরিক্ষি হয়ে রয়েছে বাংলাদেশের ওপেনার লিটন দাসের। যে কারণে মাঠের ক্ষোভ এবার সাংবাদিকদের ওপর ঝাড়লেন এই টাইগার ওপেনার। গত শনিবার বাংলাদেশ দল চেন্নাই থেকে পুণে এসে পৌঁছায়। শহরের কনরাড হোটেলে অবস্থান করছে টিম বাংলাদেশ। এখানে আসার পর ক্রিকেটারদেরকে দুদিনের ছুটি দেওয়া হয়েছে। যে কারণে গতকাল রোববার ছিল ক্রিকেটারদের অফ ডে। অনুশীলন না থাকার কারণে, দলের সংবাদ সংগ্রহের জন্য হোটেলে হাজির হন বিশ্বকাপ কাভার করতে যাওয়া বাংলাদেশের সাংবাদিকরাও। কিন্তু সেখানে গিয়ে লিটন দাসের তোপের মুখে পড়েন সাংবাদিকরা । হোটেলের লবিতে সাংবাদিকদের দেখেই রেগে যান লিটন। রেগে–মেগে তিনি হোটেলের নিরাপত্তাকর্মীদের ডাক দেন। গাড়িতে উঠার আগে একজন নিরাপত্তাকর্মীকে ডাক দিয়ে লিটন বিরক্তি ভরা কণ্ঠে বলেন, ‘মিডিয়া এখানে কেন? আমার ছবি কেন তুলছে ?’ ওখানেই লিটন থামেননি। ভেতরে থাকা ম্যানেজারকে ডেকে আনেন। লিটনের এই প্রতিক্রিয়ার পর নিরাপত্তাকর্মী সাংবাদিকদের কাছে এসে বিনয়ের সঙ্গে বলেন, ‘আপনাদের খেলোয়াড় অভিযোগ তুলেছেন আপনাদের নামে। আপনাদের বেরিয়ে যেতে হবে।’ কী অভিযোগ করেছেন তা জানতে চাইলে সরাসরিই তারা উত্তর দিয়েছেন, ‘আপনারা এখানে কেন এসেছেন সেটা নিয়েই তার আপত্তি।’