১১ লাখ গাজাবাসীকে সরতে হবে
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বসবাসরত বাসিন্দাদের ভয়াবহ এক আল্টিমেটাম দিয়েছে ইসরায়েলের গাজা। জাতিসংঘের মাধ্যমে তারা জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজা উপত্যকার কেন্দ্রস্থল বলে পরিচিত ওয়াদি গাজা থেকে সেখানকার ১১ লাখ অধিবাসীকে সরে যেতে হবে। (রয়টার্স)
বার্তা সংস্থাটি জানিয়েছে , জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন ইসরায়েল যে দাবি করেছে তাতে ওই অঞ্চলের অন্তত ১১ লাখ অধিবাসীকে সরে যেতে হবে। যা গাজার জনসংখ্যার প্রায় অর্ধেক।
স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘ এ আল্টিমেটাম প্রত্যাহারের জন্য জোরালো দাবি জানাচ্ছে ইসরায়েলের কাছে। এ ধরনের স্থানান্তরকে জাতিসংঘ অসম্ভব বলে বিবেচনা করছে এবং এতে কেবল ভয়াবহ বিধ্বংসী মানবিক বিপর্যয়ই ঘটবে।’
ডুজারিক আরও বলেন, এ ধরনে আদেশ কেবল এরই মধ্যে তৈরি হয়ে থাকা একটি বিয়োগান্ত ঘটনাকে স্রেফ বিপর্যয়কর পরিস্থিতিতে পরিবর্তিত করবে।
অন্য দিকে হামাস এ ঘোষণা কে মিথ্যা প্রোপাগাণ্ডা বলে দাবি করেছে।