Seven Days Bangla

ঢাকা রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

জাতিসংঘে হামাসবিরোধী প্রস্তাবে রাশিয়ার ভেটো

জাতিসংঘে হামাসবিরোধী প্রস্তাবে রাশিয়ার ভেটো

হামাস ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধের মধ্যে রুদ্ধদ্বার জরুরি বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কিন্তু এ ইস্যুতে সংস্থাটি কোনো যৌথ বিবৃতি দিতে ব্যর্থ হয়েছে।

ইসরাইল হামাস নিয়ন্ত্রিত গাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ঘনবসতিপূর্ণ শহরটিতে ব্যাপকভাবে বিমান হামলা চালাচ্ছে।

এ অবস্থায় গতকাল নিরাপত্তা পরিষদ জরুরি অধিবেশনে বসে। বৈঠকে ১৫টি সদস্য দেশের প্রতি হামাসের বিরুদ্ধে কঠোর নিন্দা জানানোর আহ্বান জানায় আমেরিকা। কিন্তু রাশিয়ার বিরোধিতার কারণে যৌথ বিবৃতি দেয়া সম্ভব হয়নি।

অধিবেশনের পর সাংবাদিকদের কাছে মার্কিন সিনিয়র কূটনীতিক রবার্ট উড বলেন, হামাসের হামলার নিন্দা জানিয়েছে বেশ কিছু দেশ। তবে স্পষ্টতই সবাই নিন্দা জানায়নি। এর মাধ্যমে তিনি মূলত রাশিয়ার দিকে ইঙ্গিত করেন। নিরাপত্তা পরিষদের এ বৈঠক চলে প্রায় দেড় ঘন্টা। নিরাপত্তা পরিষদে যেকোনো প্রস্তাবে যৌথ বিবৃতির জন্য প্রয়োজন সর্বসম্মত মত।

এতে মধ্যপ্রাচ্য বিষয়ক শান্তি দূত টোর ওয়েন্সল্যান্ডের ব্রিফিংয়ের ওপর শুনানি হয়। জাতিসংঘে রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, “আমার বার্তা হলো অবিলম্বে যুদ্ধ বন্ধ ও অস্ত্রবিরতি করতে হবে এবং অর্থপূর্ণ সংলাপ হতে হবে। দশকের পর দশক ধরে এই কথাটিই বলা হয়েছে। অমীমাংসিত এই সংকটের আংশিক ফল এই যুদ্ধ।”

ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা সংযুক্ত আরব আমিরাত বলেছে, “এ সংকট নিয়ে আরো বেশি বৈঠক হওয়া দরকার। নিরাপত্তা পরিষদের অনেক সদস্যই মনে করে- দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই এই সমস্যার একমাত্র সমাধান।”