Seven Days Bangla

ঢাকা রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

হামাস ঝড়, ইসরায়েলকে বাঁচাতে মরিয়া আমেরিকা

হামাস ঝড়, ইসরায়েলকে বাঁচাতে মরিয়া আমেরিকা

ইহুদিবাদী ইসরাইলের প্রতি সমর্থন জানানোর জন্য পূর্ব ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজের বহর পাঠাচ্ছে আমেরিকা। 

মার্কিন জাহাজ বহরের নেতৃত্বে রয়েছে বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং এর সাথে রয়েছে আরো পাঁচটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার।

এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে ইসরাইলের চলমান সংঘর্ষের প্রেক্ষাপটে তেল আবিবের কাছে পেন্টাগন অস্ত্র ও গোলাবারুদ পাঠাবে।

এক বিবৃতিতে অস্টিন বলেন, বস্তুগত দিক দিয়ে সমর্থনের জন্য আমেরিকা দ্রুততার সাথে ইসরাইলের কাছে গোলাবারুদ ও অন্যান্য সামরিক সরঞ্জাম পৌঁছাবে। তিনিও জোর দিয়ে বলেন ইসরাইলের সামরিক বাহিনী ও জনগণের প্রতি আমেরিকার ইস্পাত কঠিন সমর্থন রয়েছে।

এর একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের প্রতি আমেরিকার পক্ষ থেকে সর্বাত্মক সমর্থনের ঘোষণা দেন।

ইসরাইলের প্রতি আমেরিকা নেই অনাকাঙ্ক্ষিত সমর্থনের প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলছেন, ইসরাইল-ফিলিস্তিন চলমান সংঘাতের প্রেক্ষাপটে আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে জাহাজ বহর পাঠায় তাহলে সংঘাত আরো ছড়িয়ে পড়বে। তারা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান এই পরিস্থিতিতে ইসরাইলের কাছে অস্ত্র পাঠানো এবং মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে।

সুত্র: পার্সটুডে