ফিলিস্তিনিদের মোকাবেলায় ব্যর্থতা স্বীকার করলো ইসরাইল
ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের মোকাবেলায় ব্যর্থতার কথা স্বীকার করেছে ইসরাইল। দখলদার ইসরাইলের সেনাবাহিনীর মুখপাত্র রিচার্ড হেচ বলেছেন, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আমরা ব্যর্থ হয়েছি'। ইসরাইলি সেনা মুখপাত্রের বরাতে ইহুদিবাদী পত্রিকা 'টাইমস অব ইসরাইল' জানিয়েছে, তারা এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারেননি। তবে তারা আশা করছেন আজ শেষ বেলার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হবেন।
ইসরাইলের ভেতরে আটটি পয়েন্টে এখনও ইসরাইলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি সংগ্রামীদের যুদ্ধ চলছে বলে তিনি জানান।
হামাসসহ ফিলিস্তিনের আরো কয়েকটি প্রতিরোধকামী সংগঠন শনিবার সকাল থেকে ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে বিশাল আকারের সামরিক অভিযান শুরু করে।
অভিযানে এ পর্যন্ত কয়েকশো সেনাসহ অন্তত ৭০০ ইসরাইলি নিহত হয়েছে। এছাড়া, আরো ৭০০'র বেশি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদী নিখোঁজ রয়েছে।
সুত্র: পার্সটুডে