Seven Days Bangla

ঢাকা রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বাংলাদেশি ক্রিকেট লীগ

আমেরিকায় বাংলাদেশি নারী আম্পায়ারের অভিষেক

আমেরিকায় বাংলাদেশি নারী আম্পায়ারের অভিষেক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বাংলাদেশি ক্রিকেট লিগে (এনওয়াইবিসিএল) প্রথমবার বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করলেন বাংলাদেশ নারী জাতীয় দলের সাবেক ক্রিকেটার মিশু চৌধুরী। তিনি বছরখানেক ধরে বাংলাদেশেও নারী আম্পায়ার হিসেবে কাজ করছেন। 

এর আগে ভিনদেশি নারী যুক্তরাষ্ট্রে আম্পায়ারের দায়িত্ব পালন করলেও এই প্রথমবার কোনো বাংলাদেশি নারী এনওয়াইবিসিএল ক্রিকেট লিগে দায়িত্ব পালন করলেন। শনিবার  এনওয়াইবিসিএল'র  ম্যাচে তার অভিষেক হয়।

উল্লেখ্য, ২০১১ সালে আম্পায়ারিং নিয়ে পরীক্ষায় পাস করেন মিশু। পরের বছর স্কুল ক্রিকেট আম্পায়ারিংয়ে অভিষেক হয় তার। বাংলাদেশে নারী আম্পায়ারদের খুব একটা কদর ছিল না তখন । খেলার মধ্যে থাকায় ইনজুরির কারণে তাকে ক্যারিয়ারে দীর্ঘ বিরতিতে যেতে হয় তাকে।

লিগামেন্ট ইনজুরির কারণে ২০১২ সালের পর আর খেলতে নামা হয়নি মিশুর। তবে খেলার সঙ্গেই ছিলেন, একটু ভিন্নভাবে। খেলাবিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায় নিয়মিতই।

দীর্ঘদিন ধরে উপস্থাপনা করছেন চ্যানেল আইয়ের 'আই স্পোর্টস' ও এটিএন বাংলার সাপ্তাহিক আয়োজন 'খেলার মাঠে' অনুষ্ঠানের। সাবেক এই নারী ক্রিকেটার মঞ্চ ও টিভি নাটকে অভিনয় করেন। খেলাধুলাবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনার জন্যই বেশি পরিচিত তিনি।

মঞ্চের মাধ্যমে অভিনয়ে যুক্ত হওয়া মিশু বেশ কিছু টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। একাধিক চলচ্চিত্র ও বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে।