আরএনবির অফিসার আমানকে শোকজ
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল বিভাগ নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্য সিআই আমানের দূর্নীতির সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার একদিনের মধ্যে সিআই আমানকে সংশ্লিষ্ট কতৃপক্ষ ১০ কার্যদিবসের মধ্যে আমানের বিরুদ্ধে উঠা অভিযোগের ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে থেকে তার বিরুদ্ধে প্রকাশিত দূর্নীতির সংবাদের উত্তর দিতে বলা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল বিভাগের নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্য সিআই আমান উল্লাহর বিরুদ্ধে একাধিক বার তথ্য প্রমান সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ ও তদন্ত কমিটি অনুসন্ধানে অনিয়মে জড়িত থাকার সত্যতা পেয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত প্রতিবেদন দাখিল করার এক বছর অতিবাহিত হওয়ার পরেও অদৃশ্য শক্তির বলে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্য সিআই আমানের বিরুদ্ধে কোন ধরনের শাস্তি মুলুক ব্যাবস্থা না নিয়ে আমানকে কয়েক দিনের জন্য অন্যত্র পোস্টিং করার পর পুনরায় ফিরে আসে দূর্নীতির অভিযোগে বদলি হওয়া আগের কর্মস্থান বটতলী স্টেশনে!
পুনরায় শুরু হয় আমাানের আগের দূর্নীতির ধারাবাহিকতা। এদিকে করোনাকালীন সময়ে আমানের বিরুদ্ধে বিভিন্ন সদস্যদের কাছ টাকা নিয়ে অফিসিয়াল নিয়মবহির্ভূত ভাবে ছুটি দিয়ে আমানের বিরুদ্ধে দূর্নীতি সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি আমানের বিরুদ্ধে উঠা অভিযোগের সত্যতা পায়।
সে সময় রেলওয়ের সংশ্লিষ্ট কতৃপক্ষ কোন ধরনের শাস্তি মুলুক ব্যবস্থা না নিয়ে আমানকে সিজিপি ওয়াইতে পোষ্টিং করা হয়।
পোষ্টিং হওয়া পর আমান রেলমন্ত্রীর ও সচিবের নির্দেশে উচ্ছেদ করা রেল কতৃপক্ষের হেফাজতে নেওয়া জায়গাটিতে আরএনবি সদস্যদের টহলরত ডিউটি বন্ধ করে দিয়ে পুনরায় উচ্ছেদ করা রেল কতৃপক্ষের হেফাজতে থাকা জায়গাটি বেআইনি ভাবে উন্মুক্ত করে দিয়ে আগের প্রতিষ্ঠান থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।
ঘটনার সত্যতা জানতে, কারন দর্শানোর নোটিশ ও সংবাদ প্রকাশের বিষয়টি জানেনা বলে প্রথমে অস্বীকার করে আরএনবির কমান্ড্যান্ট। এরপর প্রতিবেদকের কাছে আমানকে সংশ্লিষ্ট দপ্তর থেকে কারন দর্শানোর নোটিশের তথ্য আছে বলার পর বিষয়টি নিশ্চিত করে নিরাপত্তা বাহিনী আরএনবি বিভাগের কমান্ড্যান্ট রেজোয়ানুর রহমান এই প্রতিবেদককে বলেন, সংবাদ গুলো প্রকাশের পর গত (১১ জানুয়ারী) বুধবার লিখিতভাবে আগামী ১০ কার্যদিবসের মধ্যে অভিযোগের বিষয়টির যথাযথ উত্তর দিতে সিআই আমানকে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) বিভাগের সিআই আমানের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় কর্মস্থলে অনিয়মের অভিযোগে সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি হলেও অদৃশ্য শক্তির বলে তদন্ত কমিটি আমানকে দোষী প্রমান করে প্রতিবেদন দিলেও উর্ধতন কর্মকর্তাদের ম্যানেজ করার কারনে তার সকল অপকর্ম ধামাচাপা পড়ে যায়।