প্রবাসীর হেলিকপ্টারে চিত্রনায়িকা নিপুন!
শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে ‘হুইল চেয়ার ক্রিকেট টুর্নামেন্ট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তার। প্রবাসীর হেলিকপ্টারে করে অনুষ্ঠানস্থলে উড়ে গিয়ে হাজির হন এই চিত্রনায়িকা।
সকাল ১০টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে মাত্র ১৫ মিনিটেই ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে পৌঁছান নিপুণ আক্তার। এসময় সেবার মানে মুগ্ধতা প্রকাশ করেন তিনি। বলেন, প্রবাসীর হেলিকপ্টারের সেবা ফ্যান্টাসটিক। আমি সবাইকে এই সেবা নিতে বলব।
নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের এমপি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
টুর্নামেন্টটির আয়োজন করেছে ‘ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন’। এতে অংশ নিচ্ছে মোট চারটি বিভাগ। রোববার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের কর্ণধার হেদায়েতুল আজিজ মুন্না বলেন, শারীরিক সমস্যা থাকলেও যে আমরা পারি সেটা দেখাতে চাই। এর মধ্যে আমরা ভারতে একাধিকবার সফর করেছি। আগামী মার্চেও দেশের বাইরে আরেকটি টুর্নামেন্ট রয়েছে।
প্রবাসীর হেলিকপ্টারের পক্ষ থেকে জানানো হয়, হেলিকপ্টার ভ্রমণে প্রবাসীদের জন্য নিয়মিত সর্বোচ্চ ছাড়ের অফার দিচ্ছে প্রতিষ্ঠানটি। নিয়মিত আপডেট পেতে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ ফলো করতে বলা হয়েছে। এছাড়া হেলিকপ্টার বুকিং বা যেকোন তথ্য পেতে +8801849-920409 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করতে বলা হয়েছে।