Seven Days Bangla

ঢাকা রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

এয়ারপোর্টে বিরল সম্মাননা

প্রবাসীর হেলিকপ্টারে বাড়ি আসলেন সখিপুরের ইতালি প্রবাসী

প্রবাসীর হেলিকপ্টারে বাড়ি আসলেন সখিপুরের ইতালি প্রবাসী

ইতালি থেকে উড়োজাহাজে হজরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে অবতরণ করেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার প্রবাসী আকাশ আহমেদ (২৬)। তাঁকে বিমানবন্দরে নিতে যান তাঁর স্ত্রী পপি আক্তার ও দুই বছর বয়সী মেয়ে আফরা। ইতালি থাকা অবস্থায়ই প্রবাসীদের হেলিকপ্টার বুকিং প্রতিষ্ঠান “প্রবাসীর হেলিকপ্টারে”র মাধ্যমে হেলিকপ্টার বুকিং করেন তিনি। বিমানবন্দরে তাঁর পরিবার ও তাকে ভিআইপি মর্যাদায় বরণ করেন প্রবাসীর হেলিকপ্টারের কর্মকর্তারা। এরপর তাঁরা বাড়ি ফিরেছেন হেলিকপ্টারে চড়ে।

শনিবার দুপুর পৌনে দুইটায় উপজেলার শুরীরচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চবিদ্যালয় মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে। তা দেখতে ভিড় জমান শত শত উৎসুক নারী-পুরুষ। এ সময় প্রবাসী আকাশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এলাকাবাসী। আকাশ আহমেদ উপজেলার কাকড়াজান ইউনিয়নের শুরীরচালা গ্রামের তোতা মিয়ার ছেলে।
কাকড়াজান ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রুহুল আমিন জানান, আকাশ আহমেদের বাবা তোতা মিয়া দীর্ঘদিন ধরে ইতালি থাকেন। গত পাঁচ বছর আগে আকাশ আহমেদও ইতালি চলে যান। শনিবার সকালে পরিবারের সদস্যদের নিয়ে সকাল ৯টার দিকে ঢাকায় পৌঁছান। তাঁর স্ত্রী পপি আক্তার তাঁদের দুই বছরের মেয়েকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে স্বামীকে অভ্যর্থনা জানান। আকাশ আগে থেকেই অনলাইনের মাধ্যমে ৭০ হাজার টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করেছিলেন। বেলা দেড়টার সময় ঢাকার তেজগাঁও থেকে স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে উঠে বাড়ির দিকে রওনা দেন আকাশ। মাত্র ১৭ মিনিটেই বাড়ি ফেরেন আকাশ আহমেদ।
আকাশ আহমেদ বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন ছিল স্ত্রী-কন্যাকে সঙ্গে নিয়ে আমি হেলিকপ্টারে করে বাড়ি ফিরব। আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি দুই মাস বাড়িতে থাকব। এরপর রেমিট্যান্স যোদ্ধা হিসেবে আবার প্রবাসে পাড়ি দেব।’

শুরীরচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন বলেন, শুরীরচালা গ্রামবাসী হেলিকপ্টার অবতরণের দৃশ্য দেখতে আগে থেকেই স্কুল মাঠে এসে ভিড় করেন। এ এলাকায় এ রকম ঘটনা প্রথম ঘটল।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, হেলিকপ্টার দেখার জন্য উৎসুক জনতাকে সামাল দিতে শুরীরচালা গ্রামে পুলিশ পাঠানো হয়েছিল।

প্রবাসীর হেলিকপ্টারের পক্ষ থেকে জানানো হয়, হেলিকপ্টার ভ্রমণে প্রবাসীদের জন্য নিয়মিত সর্বোচ্চ ছাড়ের অফার দিচ্ছে প্রতিষ্ঠানটি। নিয়মিত আপডেট পেতে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ ফলো করতে বলা হয়েছে। এছাড়া হেলিকপ্টার বুকিং বা যেকোন তথ্য পেতে +8801849-920409 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করতে বলা হয়েছে।