কি ফাঁস করবেন নারী ফুটবলার আঁখী?
যদি আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয় তাহলে ফাঁস করবো। আমি আবারও বলছি, তারা সব জানে। একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্যাম্পে নেই তা নিয়ে তাদের কোনো মাথাব্যাথা ছিল না। তারাই যদি না চান দল স্ট্রং হোক, তাহলে আমি খেলোয়াড় হয়ে কি বলবো? বলছিলেন নারী ফুটবলার আঁখী খাতুন।
সম্প্রতি বাংলাদেশি গণমাধ্যম জাগো নিউজ চিনের সাংহাইয়ে তাঁর একটি সাক্ষাতকার নেয়। তিনি বলছেন, কোনো মিথ্যা বলে তিনি ক্যাম্প ছাড়েননি। বাফুফেকে জানিয়েই সবকিছু করেছেন।
মে মাসে জাতীয় নারী দলের গুরুত্বপূর্ণ দুই ফুটবলার বাফুফের ক্যাম্প ছেড়ে চলে যান। এদের একজন ডিফেন্ডার আঁখি খাতুন, অন্যজন ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না। এর মধ্যে স্বপ্না ফুটবলই ছেড়ে দিয়েছেন। আঁখি ক্যাম্প ছেড়ে চলে গেছেন চীনে। থাকেন দেশটির সাংহাইয়ে। সেখানে তিনি নিয়মিত ফুটবল অনুশীলন করছেন।
তবে আঁখির ক্যাম্প ছাড়া নিয়ে আছে দুই ধরনের বক্তব্য। আঁখির দাবি, তিনি বাফুফেকে বলেই ক্যাম্প ছেড়েছেন। চীনে গেছেন তাও বাফুফেকে জানিয়েই। আর বাফুফের নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণের দাবি আঁখি তার মায়ের অসুস্থতার কথা বলে ক্যাম্প ছেড়েছে। সে মিথ্যা কথা বলে গেছে।
আঁখি খাতুন বলেন আমি মিথ্যা বলে ক্যাম্প ছাড়িনি। যদি মিথ্যা বলে চলে আসি তাহলে বাফুফে ক্যাম্পের শৃঙ্খলা বলতে তো কিছু নেই। আমি চলে এলাম অফিসিয়ালদের কাছে কোনো খবর থাকবে না? তারা দুনিয়াতে আছেন, নাকি অন্য জগতে? যদি আমার নামে কোনো মিথ্যা অপবাদ দেওয়া হয়, কোনো বাজে মন্তব্য করা হয় তাহলে সব ফাঁস করে দেবো। ক্যাম্পে কি হয়েছে, না হয়েছে সবার সামনে ফাঁস করবো।